About Us

একটি আস্থার নাম, ভালোবাসার নাম

সিটিজি ব্লাড ব্যাংক, একটি আস্থার নাম। লাখো মানুষের নির্ভরতার প্রতীক হয়ে গড়ে উঠা একটা ভালোবাসার নাম। “লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত যে দেশ, সে দেশে রক্তের অভাবে কেউ মারা যেতে পারে না” এই মুলমন্ত্রকে সামনে রেখে ২০১২ সালের ১২ ডিসেম্বর ১২ জন  তরুনের হাত ধরে যাত্রা শুরু করেছিল এই স্বেচ্ছাসেবী সংগঠন, কালের বিবর্তনে যা আজ মহীরুহ। সময় ও কাজের পরিধির সাথে সাথে এর সদস্য সংখ্যাও বাড়তে থাকে যা বর্তমানে ২৮ জন এডমিন-মডারেটর, ৬৫ জন কার্যকরী সদস্য, এবং ৯৫ জন সহ-কার্যকরী সদস্যের মধ্য দিয়ে চট্টগ্রামের তথা বাংলাদেশের সর্ববৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠনে রূপ নিয়েছে। যেখানে সদস্যরা নিজ নিজ কাজের পাশাপাশি নিঃস্বার্থ ভাবে মানুষের জন্য কাজ করে যাচ্ছে । এছাড়া সিটিজি ব্লাড ব্যাংকের প্রায় ৩ লক্ষাধিক রক্তদাতা রয়েছেন যারা নিয়মিত স্বেচ্ছায় রক্তদান করে থাকেন।

আমাদের যাত্রা

২০১২ সাল থেকে এই পর্যন্ত চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, কক্সবাজার, সিলেট সহ সারা বাংলাদেশে প্রায় সহস্রাধিক ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন করা হয়েছে। “থ্যালাসেমিয়া প্রিভেনশন ক্যাম্পেইন বাংলাদেশ” প্রজেক্টের মাধ্যমে  চট্টগ্রাম বিভাগের বিভিন্ন থানায়, স্কুল, কলেজ, মাদ্রাসা ও জনবহুল এলাকায় ফ্রি সেমিনার, লিফলেট বিতরণ এবং প্রজেক্টর ভিডিও এর মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করে যাচ্ছে। সাথে সাথে এই রোগ প্রতিরোধে যুবক-যুবতী ও থ্যালাসেমিয়া আক্রান্ত ব্যক্তিদের ও তাদের পরিবারের সদস্যদের সচেতন করা হচ্ছে এবং প্রায় তিন শতাধিক মানুষকে বিনামুল্যে ‘হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস’ পরীক্ষা করে দেওয়া হয়েছে। রক্তদানের সচেতনতা, স্বেচ্ছায় রক্তদাতা সৃষ্টির পাশাপাশি গরীব অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা, চক্ষু সেবা, হেলথ ক্যাম্প, অপারেশন,ঔষধ, শীতবস্ত্র, ঈদবস্ত্র বিতরণ সহ নানাবিধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

অক্সিজেন সেবা

করোনাকালীন সময়ে ‘অক্সিব্যাংক প্রজেক্টের’ মাধ্যমে সিটিজি ব্লাড ব্যাংকের সদস্যরা ১২ টি অক্সিজেন সিলিন্ডারের মাধ্যমে ২৪ ঘন্টা বিনামুল্যে অক্সিজেন সেবা প্রদান করেছেন। যা বর্তমানেও চলমান আছে। একই সময়ে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত প্রায় ৬৫০টি পরিবারকে ২ সপ্তাহের খাবার সরবরাহ করেছে সিটিজি ব্লাড ব্যাংক।

প্রাকৃতিক দূর্যোগে সহযোগিতা

যে কোন প্রাকৃতিক দূর্যোগে সিটিজি ব্লাড ব্যাংক দেশ ও মানুষের পাশে দাঁড়িয়েছে সবসময়। ২০১৭ সালে রাঙ্গামাটিতে ভয়াবহ  পাহাড় ধ্বসে, ২০১৮ সালে উত্তর বঙ্গের বন্যা ও সম্প্রতি ২০২২ সালে সিলেট,  সুনামগঞ্জ এলাকায় বন্যা কবলিত মানুষের মাঝে প্রায় ১৫ লক্ষ টাকার খাদ্য, বস্ত্র ও আর্থিক সহায়তা প্রদান করেছে সিটিজি ব্লাড ব্যাংক।

প্রজেক্ট স্বাবলম্বী

‘প্রজেক্ট স্বাবলম্বী’ নামে ২০১৯ সাল থেকে বেকার, অস্বচ্ছল ও প্রতিবন্ধী মানুষকে স্বাবলম্বী করার চেষ্টা করে যাচ্ছে সিটিজি ব্লাড ব্যাংক। এই প্রজেক্টের আওতায় বর্তমানে প্রায় শতাধিক মানুষকে রিক্সা, ভ্যান গাড়ি, দোকান, সেলাই মেশিন এবং বেশ কয়েকটি দুঃস্থ পরিবারের ঘর মেরামত প্রদানের মাধ্যমে স্বাবলম্বী করতে সক্ষম হয়েছে এবং ২০৩০ সালের মধ্যে এই সংখ্যা ১০০০ এ নেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে।

সিবিবি ফাউন্ডেশন

সিটিজি ব্লাড ব্যাংক অসহায় রোগী, মানুষের আস্থার ও ভরসার নাম। বর্তমানে “সিবিবি ফাউন্ডেশন” এর মাধ্যমে সিটিজি ব্লাড ব্যাংকের কার্যক্রমকে আরো বৃহৎভাবে মানুষের মাঝে ছড়িয়ে দিতে নিরলস পরিশ্রম করে যাচ্ছে সকল পর্যায়ের সদস্যরা। ভবিষ্যতে সিটিজি ব্লাড ব্যাংক দুঃস্থ ও মধ্যবিত্তদের জন্য ১০টাকার স্বাস্থ্যসেবা, ফ্রি থ্যালাসেমিয়া সেন্টার, ফ্রি ব্লাড ট্রান্সফিউশান সেন্টার, বেকারত্ব হ্রাসে কারিগরি শিক্ষা প্রদানসহ দেশ ও মানুষের উন্নয়নে কাজ করে যাবে এই দৃঢ় প্রতিজ্ঞায় এগিয়ে যাচ্ছে।